সাতক্ষীরার দুই শিক্ষা প্রতিষ্ঠানে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের পৃথক মতবিনিময় সভা


Desk News প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ১২:১৪ অপরাহ্ন /
সাতক্ষীরার দুই শিক্ষা প্রতিষ্ঠানে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের পৃথক মতবিনিময় সভা

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে ঘিরে নির্বাচনী মাঠ ইতোমধ্যে সরব হয়ে উঠেছে। দলীয় মনোনয়ন পাওয়া পরবর্তী দিনগুলোতে তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত ধানের শীষকে বিজয়ী করতে ছুটে চলেছেন মানুষের দ্বারপ্রান্তে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ নভেম্বর) সকাল ও দুপুরে সদর উপজেলার শহীদ স্মৃতি কলেজ ও সাতানী ভাদড়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন। মতবিনিময়কালে এ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে শিক্ষা ও প্রতিষ্ঠানের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার মল্লিকের সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় বাঁশদহা ইউনিয়নের শহীদ স্মৃতি কলেজ মিলনায়তনে প্রথম মতবিনিময় করেন। এসময় আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন- আমার হাত দিয়ে সাতক্ষীরায় বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা খাতের উন্নয়নে আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। নির্বাচিত হতে পারলে আপনাদের এ কলেজকে আরো উন্নত করবো। তিনি জোট রাজনীতির প্রসঙ্গ টেনে বলেন, আগে জোটবদ্ধ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট পড়েনি। এবার আমরা ধানের শীষ নিয়ে মাঠে আছি। সাতক্ষীরার মাটি জামাতের ঘাঁটি নয়- এটি বিএনপির ধানের শীষের ঘাঁটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আপনারা ধানের শীষে ভোট দিন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান। বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন, অমিত কুমার চক্রবর্তী, আলমগীর কবির বাবু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক তপন কুমার ঘোষ এবং ঝাউডাঙ্গা কলেজের শিক্ষক, স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
এরপর দুপুরে

সোমবার দুপুরে সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের সাতানী ভাদড়া স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শিকদার একে আজাদ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন- সাতক্ষীরা-২ আসনে অনেক সম্ভাব্য প্রার্থী থাকলেও আমাকে জাতীয়তাবাদী দল বিএনপি সব দিক বিবেচনা করে যোগ্য মনে করেছে। অতীতে জোট রাজনীতির কারণে ধানের শীষ প্রতীক এখানে কাঙ্ক্ষিত ভোট পায়নি, কিন্তু এবার সাতক্ষীরার মানুষ ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইনশাল্লাহ জেলার চারটি আসনেই ধানের শীষ বিজয়ী হবে। তিনি আরও বলেন, শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। শিক্ষাপ্রতিষ্ঠানে সৎ ও দক্ষ নেতৃত্ব থাকলে শিক্ষকদের মর্যাদা ও উন্নয়ন নিশ্চিত হয়। নেতৃত্বহীনতার কারণে কোনো শিক্ষক যেন শেষ জীবনে কষ্টে না পড়েন, সেটিই আমাদের লক্ষ্য।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য প্রভাষক মো. আতাউর রহমান ও সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন- , জেলা কৃষকদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম, কুশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল বাশার, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. আবু রাশেদ আলী, মো. লুৎফুল আলম খোকন ও মাস্টার আব্দুল্লাহ প্রমুখ।

এ সময় কলেজের শিক্ষক, স্থানীয় নেতা-কর্মী ও বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এসব মতবিনিময় সভায় শিক্ষকদের উপস্থিতি ও উৎসাহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনের কাছে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুর রউফের প্রচারণা আরও গতি পেয়েছে—এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।