বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে চুরি হওয়া ৩টি টায়ার উদ্বার করেছে আনসার বাহিনীর সদস্যরা।


Milon Hossain প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৫, ২:০২ অপরাহ্ন /
বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে চুরি হওয়া ৩টি টায়ার উদ্বার করেছে আনসার বাহিনীর সদস্যরা।

মিলন হোসেন চীফ রিপোর্টার ,
বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে চুরি হওয়া তিনটি টায়ার উদ্ধার করেছে বন্দরের আনসার বাহিনীর সদস্যরা।মঙ্গলবার পিসি এইচএম হেলাল উজ্জামান এর নেতৃত্বে কার্গো ভেহিকেল টার্মিনালের পিচনে গাতীপাড়া গ্রামে পুকুর পাড় ও ঝোঁপ জঙ্গলের ভিতর থেকে টায়ার গুলো উদ্ধার করা হয়।কার্গো ভেহিক্যালস টার্মিনাল ১৬ একর জায়গা কিন্তু যেখানে নিরাপত্তা জন্য কোন আনসার সদস্য ও পিমা সিকিউরিটি ডিউটি পোস্ট নেই।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক উপসচিব মোঃ শামিম হোসেন রেজা জানান,গোপন সংবাদের ভিত্তিতে কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে চুরি হওয়া ৩টি টায়ার গাতিপাড়া একটি পুকুর পাড় থেকে ১টি ও ঝোঁপ জঙ্গলের ভিতর থেকে দুইটি মোট তিনটি টায়ার উদ্ধার করা হয়েছে ।চুরি যাওয়া টায়ার আয়সার কোম্পানি হওয়ায় চ্যাসিস ডেলিভারি ম্যান মোঃ শাহিন এর হাতে টায়ার বুঝিয়ে দেওয়া হয়েছে ।

টায়ার উদ্ধার অভিযানের নেতৃত্বে ছিলাম বেনাপোল স্থলবন্দরে আনছার বাহিনীর ইনচার্জ পিসি এইচ এম হেলাল উজ্জামান,এপিসি আসাদুজ্জামান, আনসার হেলাল,আনসার রাকিবুল, আনসার আকিজুল, আনসার নয়ন। সহযোগী পিমা প্রাইভেট সিকিউরিটির সিএসও আল আমিন ও সুপারভাইজার ইকরামুল হক।