
ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে অটো (মিশুক) ছিনতাইয়ের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চারজন দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। একই সঙ্গে তাদের দখল থেকে ছিনতাই হওয়া অটো মিশুকটিও উদ্ধার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার নূরজাহানপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর (৫৮) গত ২২ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে রানীগঞ্জ বাজারের রহমানিয়া হোটেলের সামনে অটো নিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা ৩–৪ জন যাত্রী ঘোড়াঘাটের বাগেরহাটে যাওয়ার কথা বলে তার অটো ভাড়া নেয়।
রাত ১০টা ৪৫ মিনিটের দিকে নূরজাহানপুর এলাকার তুহিনের চাতালের সামনে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের বাম পাশে পৌঁছালে যাত্রী সেজে থাকা এক ব্যক্তি চালকের মুখ চেপে ধরে গাড়ি থেকে টেনে ফেলে দেয়। পরে কয়েকজন মিলে তাকে নির্মমভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এরপর তার অটো মিশুকটি (মূল্য ১,২০,০০০ টাকা) ছিনতাই করে পালিয়ে যায়।
ঘটনার পর ৩৯৪ পেনাল কোডে মামলা রুজু হলে ঘোড়াঘাট থানা পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে। দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন এর নির্দেশনায়, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নীয়ামতুল্লাহর নেতৃত্বে ও ঘোড়াঘাট থানার (ওসি) তদন্ত শহিদুল ইসলাম, এসআই সাব্বির আলম, এসআই মনিরুজ্জামানসহ পুলিশের একটি বিশেষ টিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কাটাবাড়ী ও সাঘাটা থানার হাপানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলো, আল আমিন (২৫), নয়ন মন্ডল (২৫), খাজা মিয়া (২৬), রফিকুল ইসলাম (৩৮)। সকলেই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের দখল থেকে ছিনতাই হওয়া অটো মিশুকটি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
আপনার মতামত লিখুন :